টেলিটকের সকল বোনাস ডাটা প্যাক

টেলিটকের সকল বোনাস ডাটা প্যাক




পরিমান
টাকা**
মেয়াদ
শর্ট কোড (প্রিপেইড)
শর্ট কোড (পোস্টপেইড)
ইউএসএসডি অ্যাক্টিভেশন (প্রিপেইড ও পোস্টপেইড)
রিচার্জ অ্যাক্টিভেশন (টাকা) (প্রিপেইড)
১০০ এমবি
১৫
২ দিন
M1
MF1
*১১১*১*১#
১৮
৩০০ এমবি
৪৫
৭ দিন
M2
MF2
*১১১*১*২#
৫৬
১ জিবি
১৫০
১৫ দিন
M3
MF3
*১১১*১*৩#
১৮১
১০০ এমবি
৪৫
৩০ দিন
M5
MF5
*১১১*১*৫#
৫৪
২৫০ এমবি
৮৫
৩০ দিন
M6
MF6
*১১১*১*৬#
১০২
৫০০ এমবি
১৬৫
৩০ দিন
M7
MF7
*১১১*১*৭#
১৯৮
১ জিবি
২৭৫
৩০ দিন
M8
MF8
*১১১*১*৮#
৩২৯
৩ জিবি
৪৪০
৩০ দিন
M9
MF9
*১১১*১*৯#
৫২৬
৫ জিবি
৬০০
৩০ দিন
M10
MF10
*১১১*১*১০#
৭১৭
৮ জিবি
৯০০
৩০ দিন
M11
MF11
*১১১*১*১১#
১০৭৬
**ভ্যাট এবং এসডি চার্জ প্রযোজ্য
বিস্তারিতঃ
  • উল্লেখিত তালিকা থেকে আপনার পছন্দের প্যাকেজটি বেছে নিতে তার কোডটি লিখে এসএমএস করুন 111 নম্বরে।
  • নির্ধারিত প্যাকেজশেষে ১৫কেবি/পয়সা হারে চার্জ হবে
  • যে কোন ডাটা প্যাক ব্যবহারের সময় সীমার মধ্যে পুনরায় একই প্যাকেজ সাবস্ক্রাইব করলে আগের অব্যবহৃত প্যাকেজ ভলিউম নতুন ক্রয়কৃত প্যাকেজের সাথে যুক্ত হবে। উল্লেখ্য যে, নতুন ক্রয়কৃত ডাটা প্যাকেজ পূর্বের ন্যায় একই স্পিডের ও একই ভলিউমের হতে হবে।
  • সকল চার্জের সঙ্গে ১৫% ভ্যাট ও ৩% এসডি যোগ হবে।
  • ডাটা প্যাকেজ  অ্যাক্টিভেশনে  এসএমএস চার্জ  ফ্রি।
  • ক্রয়কৃত প্যাকেজের কতোটুকু ব্যবহার করেছেন এবং অবশিষ্টাংশ ও তার মেয়াদ জানতে ডায়াল করুন *152# অথবা u লিখে এসএমএস করুন 111 নম্বরে।
জিপি দিচ্ছে ২ জিবি মাত্র ৪৯ টাকায় !

জিপি দিচ্ছে ২ জিবি মাত্র ৪৯ টাকায় !

রাত্রিকালীন প্যাক ৪৯ টাকায়

শর্তাবলী:
  • ২ জিবি রাত্রিকালীন ইন্টারনেট প্যাক মাত্র ৪৯ টাকায় (এসডি+ভ্যাট+এসসি সহ); ৭ দিন মেয়াদে
  • অফারটি উপভোগ করতে গ্রাহকদের *৫০০০*১০৫# ডায়াল করতে হবে
  • ২ জিবি ব্যবহার করা যাবে রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত (৭ দিন মেয়াদ)
  • ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত)
  • পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে
  • অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে *121*1*4# ডায়াল করতে হবে
জিপিতে  ২ জিবি ১২৯ টাকায়

জিপিতে ২ জিবি ১২৯ টাকায়


২ জিবি ১২৯ টাকায়

শর্তাবলী:
  • ২ জিবি প্যাক মাত্র ১২৯ টাকায় (এসডি+ভ্যাট+এসসি সহ); ৭ দিন মেয়াদে
  • অফারটি উপভোগ করতে গ্রাহকদের *৫০০০*১০১# ডায়াল করতে হবে
  • পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে
  • অফারটি সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
  • অফার চলাকালীন সময়ে গ্রাহক অফারটি যত খুশি ততবার নিতে পারবেন।
  • ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত)
  • অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে *121*1*4# ডায়াল করতে হবে
জিপিতে ৩৯ টাকায় ১ জিবি ৭ দিন

জিপিতে ৩৯ টাকায় ১ জিবি ৭ দিন

১ জিবি রাত্রিকালীন প্যাক ৩৯ টাকায়


শর্তাবলী:
  • ১ জিবি রাত্রিকালীন ইন্টারনেট প্যাক মাত্র ৩৯ টাকায় (এসডি+ভ্যাট+এসসি সহ); ৭ দিন মেয়াদে
  • অফারটি উপভোগ করতে গ্রাহকদের *৫০০০*১২২# ডায়াল করতে হবে
  • ১ জিবি ব্যবহার করা যাবে রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত (৭ দিন মেয়াদ)
  • ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত)
  • পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে
  • অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে *121*1*4# ডায়াল করতে হবে
এয়ারটেলে ১৯ টাকায় ৩ জিবি ইন্টারনেট

এয়ারটেলে ১৯ টাকায় ৩ জিবি ইন্টারনেট

Winback Offer

Airtel brings new winback offer for prepaid bondho SIMs! Activate your bondho connections and get guaranteed 3GB FREE INTERNET useable throughout the month!

On 1st recharge of Tk19 customers will enjoy these exciting benefits instantly:
  1. Tk.19 talktime in customer main account
  2. Special 0.5 paisa/sec to airtel and 1paisa/sec to other numbers call rate for 24hours
  3. 3GB FREE Internet bonus usable anytime of the day for the whole month
  4. To check individual offer detail customer can dial *222*2# 

Details

  1. The internet bonus and call rate offer can be enjoyed on 1st recharge only
  2. The internet can be enjoyed 24 hours a day. Balance can be checked at *778*40#
  3. The internet bonus will be given in 3 equal monthly installments (conditions apply)
  4. The 2nd & 3rd installment is applicable upon usage of Tk30 each month
  5. The validity of each internet bonus installment will be 30 days
  6. The special call rate will be valid for 30 days
  7. The customer can avail the offer only once during the campaign period
  8. Customers can opt out of the tariff offer by typing STOP to 4000
  9. Customers will get acknowledgement SMS upon successful recharge
  10. VAT, SD and surcharge applicable on tariff
  11. For details dial 1212(Free)
ইন্টারনেট ভিক্ষা নেওয়া ও দেওয়া বাংলালিংকে !

ইন্টারনেট ভিক্ষা নেওয়া ও দেওয়া বাংলালিংকে !

internet_sharing_aug16

ইন্টারনেট শেয়ারিং

এই শেয়ারিং এর যুগে বাংলালিংক আপনার জন্য নিয়ে এসেছে ইন্টারনেট শেয়ার করার দারুণ এক উপায়। যখন তখন বন্ধুকে গিফট বা ট্রান্সফার করুন ইন্টারনেট, কিংবা ইমারজেন্সি প্রয়োজনে ফ্রেন্ড এর কাছে চেয়ে নিন কিছু ডাটা! আপনি প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহক হলেই এই ইন্টারনেট শেয়ারিং সার্ভিস আপনার জন্য প্রযোজ্য হবে।
  • গিফট, ট্রান্সফার বা চেয়ে নিতে এখনই ডায়াল করুন *5000*55#
  • ইন্টারনেট শেয়ারিং -এর মাধ্যমে পাওয়া ইন্টারনেটের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *124*500#

সার্ভিস বিস্তারিত:

ইন্টারনেট গিফট করতে:
  • গিফট পাঠানোর সময় আপনার মূল অ্যাকাউন্ট থেকে ইন্টারনেটের চার্জ প্রযোজ্য হবে।
  • গিফট প্যাকের মূল্য ছাড়া অন্য কোন চার্জ নেই।
  • নিচের চার্ট অনুযায়ী আপনি গিফট পাঠাতে পারবেন:
    দাম (টাকা)ভলিউমমেয়াদ (দিন)
    ১০৪৫ এমবি
    ১৫৬০ এমবি
    ২০১০০ এমবি
    ৩০১৬০ এমবি
    ৯৯৩০০ এমবি৩০
    ২১০১ জিবি৩০
    ৩৫০২ জিবি৩০
ইন্টারনেট ট্রান্সফার করতে:
  • আপনি ২৫ এমবি ইন্টারনেট ট্রান্সফার করতে পারবেন, যার মেয়াদ থাকবে ১ দিন। ইন্টারনেট ট্রান্সফারে এখন চলছে বিশেষ অফার, তাই অফার চলাকালীন সময় কোন অতিরিক্ত চার্জ ছাড়াই ইন্টারনেট ট্রান্সফার করা যাবে।
  • একটি নাম্বার থেকে দিনে একবারই ইন্টারনেট ট্রান্সফার করা সম্ভব।
  • আপনি শুধুমাত্র যে ইন্টারনেট ভলিউম কিনেছেন সেটাই ট্রান্সফার করা যাবে, বোনাস ইন্টারনেট ট্রান্সফার করা যাবে না। নিজের নাম্বারে ইন্টারনেট ট্রান্সফার করা যাবে না।
  • সোশ্যাল মিডিয়া প্যাক (facebook, whatsapp, viber, social pack) এবং নির্দিষ্ট সময় ভিত্তিক প্যাক থেকে ইন্টারনেট ট্রান্সফার করতে পারবেন না।
ইন্টারনেট চেয়ে নিতে:
  • আপনি ২৫ এমবি ইন্টারনেট অন্য বাংলালিংক নাম্বার থেকে চেয়ে নিতে পারবেন। ইন্টারনেটের মেয়াদ থাকবে ১ দিন। এখন বিশেষ অফার চলছে, তাই অফার চলাকালীন সময় কোন অতিরিক্ত চার্জ ছাড়াই ইন্টারনেট ট্রান্সফার বা চেয়ে নেওয়া যাবে।
  • দিনে একবারই ইন্টারনেট ভলিউম চেয়ে নিতে পারবেন।
  • যিনি ইন্টারনেট পাঠাবেন তার “ইন্টারনেট প্রাপকের নাম্বার<স্পেস>25MB” লিখে এসএমএস করতে হবে ৫০০০ নাম্বারে।
  • আপনি শুধুমাত্র যে ইন্টারনেট ভলিউম কিনেছেন সেটাই ট্রান্সফার করা যাবে, বোনাস ইন্টারনেট ট্রান্সফার করা যাবে না। আপনি নিজের নাম্বারে ইন্টারনেট চেয়ে নেয়ার অনুরোধ করতে পারবেন না।
  • সোশ্যাল মিডিয়া প্যাক (facebook, whatsapp, viber, social pack) এবং নির্দিষ্ট সময় ভিত্তিক প্যাক থেকে ইন্টারনেট চেয়ে নেয়া যাবে না।

রবি বন্ধ সিম চালু করলেই ৯ টাকায় ১GB ইন্টারনেট

রবি বন্ধ সংযোগ চালু করলেই ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট ও ৯ টাকা রিচার্জে ০.৫ পয়সা/সেকেন্ড অথবা ১ পয়সা/সেকেন্ড কল রেট




আপনার রবি নম্বরটি অফারের আওতাভুক্ত কিনা, জানতে A(space)018XXXXXXXX লিখে ৮০৫০ নম্বরে পাঠিয়ে দিন।


১GB@৯ টাকা ইন্টারনেট অফারের বিস্তারিত

  • ইন্টারনেট এক্টিভ করতে ডায়াল *৮৪৪৪*০৯#।
  • ডাটা প্যাকেজের মূল্য  টাকা +( ৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ১৫% ভ্যাট)।
  • মেয়াদ ১০ দিন।
  • ইন্টারনেট ব্যবহারের সময়সীমা রাত ১২ টা থেকে পরদিন বিকাল ৫টা পর্যন্ত প্রতিদিন।
  • ক্যাম্পেইন চলাকালে, গ্রাহকরা ১০ দিনে এই প্যাকটি শুধুমাত্র  ক্রয় করতে পারবেন। 
  • আপনার কেনা ডাটা প্যাকের রিমেনিং ডাটা দেখতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#

৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট

  • যে কোন রবি নম্বরে ০.৫ পয়সা/সেকেন্ড।
  • অন্য অপারেটরের নম্বরে ১ পয়সা/সেকেন্ড।
  • যদি কোন গ্রাহক ৯ টাকা রিচার্জ না করে থাকে, সেই ক্ষেত্রে সে যেকোনো লোকাল অপারেটারে ১৬ পয়সা/১০ সেকেন্ড ভয়েস ট্যারিফ এবং ৫০ পয়সা প্রতি এসএমএস রেট উপভোগ করবেন।
  • স্পেশাল কলরেটের মেয়াদ (রিচার্জের দিনসহ) ১০ দিন।

সাধারণ শর্তাবলী

  • এই অফার অব্যবহৃত সকল প্রিপেইড (টিউনপেইড, এসএমএস, উদ্যোক্তা, ইজিলোড ও কর্পরেট ব্যতীত) গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবেন।
  • ফিরতি SMS-এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে, যে অফারটি গ্রাহক উপভোগ করতে পারবেন কি না।
  • সকল ট্যারিফের উপর ৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ১৫% ভ্যাটপ্রযোজ্য হবে।
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে সকল শর্তাবলীর স্বত্বাধিকার রবি কর্তৃক সংরক্ষিত এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • ২৮ই অগাস্ট, ২০১৫ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই অফার প্রযোজ্য থাকবে।

বাংলালিংক বন্ধ ও নতুন সিমে ৯ টাকায় ২GB ইন্টারনেট

বাংলালিংক (banglalink) নতুন এবং বন্ধ প্রিপেইড সংযোগে ১৯ টাকা রিচার্জ করে পাচ্ছেন ২জিবি 3G ইন্টারনেট মাত্র ৯ টাকায়। এছাড়াও কথা বলুন যে কোন বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য নাম্বারে ৬০ পয়সা/মিনিট কলরেট, দিন-রাত ২৪ ঘণ্টা।



প্রথমে, আপনার সিমটি বন্ধ সিমের আওতায় কিনা জানতে মেসেজে গিয়ে 019XXXXXXXX লিখে 4343 তে পাঠিয়ে দিন

অফার বন্ধ


২ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকা যেভাবে কিনতে হবে:

• নতুন অথবা বন্ধ প্রিপেইড সংযোগের গ্রাহকগণ ১৯ টাকা রিচার্জ করে স্পেশাল ট্যারিফের মেয়াদ থাকাকালীন সময়ে একাধিকবার ৯ টাকায় ২এই ইন্টারনেট ক্রয় করতে পারবেন
• ৯ টাকায় ২ জিবি কিনতে ডায়াল করুন *১৩২*৩১#
• ১ জিবি ইন্টারনেট এবং ১ জিবি ফেসবুক ডাটা পাবেন।
• ১ জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে রাত ২ টা – দুুপুর ২ টা
• ১ জিবি ফেসবুক ব্যবহার করা যাবে ২৪ ঘন্টা
• ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*৫০১#

১৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট অফার

• বন্ধ কিংবা নতুন সিম চালু করে ১৯ টাকা রিচার্জ করলেই এই অফার পাবেন।
• উপভোগ করুন ২৫ পয়সা মিনিট যেকোনো বাংলালিংক নাম্বারে (২৪ ঘণ্টা)
• ৬০ পয়সা মিনিট যেকোনো নাম্বারে (২৪ ঘণ্টা)
• ১ সেকেন্ড পালস রয়েছে
• যারা ১০ সেপ্টেম্বর এর পরে এক্টিভ হয়েছেন, তারাই পাবেন।
• যদি কোনো গ্রাহক ২৫ আগস্ট এর পরে এক্টিভ হয়ে ১৯ টাকা রিচার্জ করেন নি, তারা ১০ সেপ্টেম্বর এর পরে ১৯ টাকা রিচার্জ করলেই অফার পাবেন।
• বাংলালিংকের সকল প্রিপেইড, কল এবং কনট্রোল গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন (আইটপ আপ ছাড়া)

অন্যান্য শর্ত সমূহঃ

• ১৫% ভ্যাট এবং ৩% শুল্ক চার্জ প্রযোজ্য