আপনার রবি নম্বরটি অফারের আওতাভুক্ত কিনা, জানতে A(space)018XXXXXXXX লিখে ৮০৫০ নম্বরে পাঠিয়ে দিন।
১GB@৯ টাকা ইন্টারনেট অফারের বিস্তারিত
- ইন্টারনেট এক্টিভ করতে ডায়াল *৮৪৪৪*০৯#।
- ডাটা প্যাকেজের মূল্য ৯ টাকা +( ৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ১৫% ভ্যাট)।
- মেয়াদ ১০ দিন।
- ইন্টারনেট ব্যবহারের সময়সীমা রাত ১২ টা থেকে পরদিন বিকাল ৫টা পর্যন্ত প্রতিদিন।
- ক্যাম্পেইন চলাকালে, গ্রাহকরা ১০ দিনে এই প্যাকটি শুধুমাত্র ১ ক্রয় করতে পারবেন।
- আপনার কেনা ডাটা প্যাকের রিমেনিং ডাটা দেখতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#।
৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট
- যে কোন রবি নম্বরে ০.৫ পয়সা/সেকেন্ড।
- অন্য অপারেটরের নম্বরে ১ পয়সা/সেকেন্ড।
- যদি কোন গ্রাহক ৯ টাকা রিচার্জ না করে থাকে, সেই ক্ষেত্রে সে যেকোনো লোকাল অপারেটারে ১৬ পয়সা/১০ সেকেন্ড ভয়েস ট্যারিফ এবং ৫০ পয়সা প্রতি এসএমএস রেট উপভোগ করবেন।
- স্পেশাল কলরেটের মেয়াদ (রিচার্জের দিনসহ) ১০ দিন।
সাধারণ শর্তাবলী
- এই অফার অব্যবহৃত সকল প্রিপেইড (টিউনপেইড, এসএমএস, উদ্যোক্তা, ইজিলোড ও কর্পরেট ব্যতীত) গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবেন।
- ফিরতি SMS-এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে, যে অফারটি গ্রাহক উপভোগ করতে পারবেন কি না।
- সকল ট্যারিফের উপর ৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ১৫% ভ্যাটপ্রযোজ্য হবে।
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে সকল শর্তাবলীর স্বত্বাধিকার রবি কর্তৃক সংরক্ষিত এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- ২৮ই অগাস্ট, ২০১৫ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই অফার প্রযোজ্য থাকবে।
আমার একটা রবি বন্ধ সিম আছে চার মাস হয়েছে ফোন অফার পাবো কিনা জানাবেন প্লিজ।
ReplyDeleteকতদিন ব্যবহার না করলে সিমটি বন্ধ বলে গণ্য করা হবে.।
ReplyDeleteতিন মাস
DeleteVisit my website: BD Factor at:রবি-নতুন-সিমের-অফার!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteঅসধারান পোস্ট। ধন্যবাদ
ReplyDeleteসকল সিমের কল লিস্ট বের করার উপায় জেনে নিন
Robi internet offer 2021
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThank for share this amazing article.
ReplyDeleteGtv Live Sports